ইন্টারনেট দুনিয়ায় অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিচারে ওয়েবসাইটগুলো ভিন্ন অভিজ্ঞতা। সুতরাং নতুন প্লাটফর্মে সাইনআপ করার আগে নিজেকেই প্রশ্ন করা যেতে পারে যে লক্ষ্য ও উদ্দেশ্যর সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ কিনা। মেকইউজঅবের প্রতিবেদনে নতুন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইনআপের আগে ছয়টি বিবেচ্য বিষয়ের উল্লেখ করা হয়েছে।
প্রাইভেসি ও ডাটা: প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব কিছু প্রাইভেসি ও ডাটা পলিসি রয়েছে। যেখানে ব্যবহারকারীদের কীভাবে সুরক্ষা দেয়া হয় এবং তাদের ডাটা কীভাবে ব্যবহার করা হয় তা উল্লেখ থাকে। বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাধারণ কিছু তথ্য তৃতীয় পক্ষের কাছে সরবরাহ করে থাকে। এদিক থেকে সিগন্যাল মেসেজিং অ্যাপকে যথেষ্ট নিরাপদ মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সেজন্য নতুন কোনো সাইটে প্রবেশের আগে এ দুই বিষয় বিবেচনায় নেয়া জরুরি।