ভারতীয় ঋণে বাস্তবায়িত হচ্ছে ‘জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২ জেলা)’ শীর্ষক প্রকল্প। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ভারতীয়। ৫ আগস্টের পর কাজ ফেলে দেশে ফিরে যান তারা। মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি মাত্র ৩৬ শতাংশ। নতুন করে ১২৭ দশমিক ৩৯ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব না করে দিয়েছে কমিশন। তবে অর্থনৈতিক নিষ্পত্তির জন্য মেয়াদ জুন ২০২৫ সাল পর্যন্ত বাড়তে পারে।
তিন মাস বন্ধ কাজ
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজ ফেলে চলে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রায় তিন মাস বন্ধ প্রকল্পের কাজ। চলতি বছরের জুন নাগাদ প্রকল্পের মেয়াদ শেষ হলেও অগ্রগতি মাত্র ৩৬ শতাংশ। ফলে কবে নাগাদ প্রকল্পটি আলোর মুখ দেখবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এছাড়া নতুন করে সংশোধনের প্রস্তাবেও অনীহা দেখা গেছে কমিশনের। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ কে এ এম ফজলুল হক জাগো নিউজকে বলেন, ‘পট পরিবর্তনের কারণে প্রকল্পের কাজ তিন মাস বন্ধ। নিরাপত্তার কারণে ভারতীয় ঠিকাদারেরা প্রকল্প এলাকা থেকে চলে গেছেন। ৫ নভেম্বর আসার কথা থাকলেও আসেননি। ক্লিয়ারেন্স পেলে তারা আসবেন। প্রকল্পের অনেক প্যাকেজের কাজ শুরু হয়নি। ভারতীয়রা সীমিত আকারে আছেন।’