আজ আমেরিকার জন্য এক প্রত্যাশিত শোকের দিন

প্রথম আলো মোয়িরা ডোনেগান প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ১০:১০

আজ হতাশার দিন। যারা আমেরিকায় কী হতে চলেছে বলে ভয় পান, তাদের বলা বৃথা যে সব কিছু ঠিক হয়ে যাবে।


মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্তভাবে জয়ী হয়েছেন। তিনি এবং তাঁর রিপাবলিকান মিত্ররা ব্যাপক হারে অভিবাসিদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এই মানুষগুলোর জীবন ধ্বংস হবে। ধ্বংস হবে পরিবারগুলো। রিপাবলিকানরা সাশ্রয়ী স্বাস্থ্য আইন রদ করবেন। ভ্যাকসিন মানুষের জন্য খারাপ—এই তত্ত্বের তাত্ত্বিক রবার্ট এফ কেনেডি জুনিয়রকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়ার হুমকি তো দেওয়া আছে আগে থেকেই। তারা সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার খাতে ব্যাপক কাটছাঁটের, ভিন্নমতাবলম্বীদের নিপীড়ন এবং ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের সহিংস দমনের প্রসঙ্গে ট্রাম্প কোন রাখঢাক রাখেননি। প্রায় নিশ্চিতভাবে দেশব্যাপী গর্ভপাত নিষিদ্ধ করা হবে। নারীদের নাগরিকত্বকে আরও ক্ষুণ্ণ হবে, তাদের মর্যাদা হরণ করা হবে। বিক্রি হবে নারীদের স্বপ্ন, নষ্ট হবে তাদের স্বাস্থ্য।


আমরা যারা বুঝি যে ট্রাম্প কী করতে পারেন, তাদের জন্য আজ এক শীতল শোকের অনুভূতি বয়ে যাচ্ছে। এই শোক অপ্রতাশিত নয়। আমেরিকায় অনেকেই উদ্বেগের সাথে এই খবর পড়ছেন। তাঁরা প্রস্তুত হচ্ছেন এক অস্থির সময়ে জিঘাংসার শিকার হওয়ার জন্য। তাদের উদ্বেগ সত্য হবে। তাঁরা দেখবেন যে যতটুকু ভাবছেন আগামী প্রশাসন তার চেয়েও ভয়াবহ হবে। আমি সেই সমস্ত সাধারণ আমেরিকানদের কথা ভাবছি যারা এই ক্ষয়িষ্ণু দেশে উন্নতির জন্য সংগ্রাম করছে। তাদের জীবন ধ্বংস হবে নয়তো সংক্ষিপ্ত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us