পিত্তথলি শরীরের লিভারের নিচে থাকা একটা ছোট্ট থলি। এটি লিভারের তৈরি পিত্ত রস জমা করে রাখে। এই পিত্ত রস আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে, বিশেষ করে চর্বিযুক্ত খাবার হজম করতে। কিন্তু কোনো কারণে এই পিত্ত রস জমে কঠিন আকার ধারণ করলে পাথর সৃষ্টি হয়। একে গল ব্লাডার বা পিত্তথলির পাথর বলে।
পাথর হওয়ার কারণ
পিত্ত রসে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে এটি জমে গিয়ে পাথর তৈরি করতে পারে। আবার যদি কোনো কারণে পিত্ত রস ঠিকভাবে প্রবাহিত না হয়, তাহলে এটি জমে গিয়ে পাথর হতে পারে। লিভারের রক্তে বিলিরুবিন নামক পদার্থ থাকে।
লক্ষণ
- তীব্র পেটে ব্যথা, বিশেষ করে ডান দিকের উপরিভাগে
- পেটে ফোলাভাব এবং গ্যাস
- বমি ভাব বা বমি হওয়া
- পিঠে ব্যথা, বিশেষ করে ডান কাঁধের নিচে
- ত্বকের হলুদ ভাব এবং চোখের সাদা অংশে হলদে ভাব