খোলনলচে পাল্টে ৩২টি দল নিয়ে আগামী জুনে শুরু হবে নতুন কাঠামোর ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের জন্য নতুন বিধিমালা প্রণয়ন করেছে ফিফা। কাল সেই বিধিমালা প্রকাশ করা হয়েছে। ক্লাবগুলো বিশ্বকাপ চলার সময়েই নতুন খেলোয়াড় দলে টানতে পারবে। এ ছাড়া বিশ্বকাপকে সামনে রেখেই নতুন একটি দলবদল উইন্ডো চালু হচ্ছে। বিশ্বকাপে ক্লাবগুলোর স্কোয়াড কত সদস্যের হতে পারবে সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলগুলোকে তাদের প্রথম ম্যাচের ৩ থেকে ৫ দিন আগে আয়োজক যুক্তরাষ্ট্রে যেতে বলা হয়েছে।
আগামী বছরের ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ জুলাই। প্রায় এক মাসের এই টুর্নামেন্ট নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক ফুটবলারই। দুই মৌসুমে মাঝে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের কারণে খেলোয়াড়েরা বিশ্রাম পাবেন না, আপত্তির মূল কারণ এটিই। ফুটবলাররা ধর্মঘট ডাকার চিন্তাভাবনাও করছেন।
তবে এ সব আপত্তি যে ফিফা গ্রাহ্য করছে না সেটির প্রমাণ খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের যাওয়ার সময় নির্ধারণ করে দেওয়া। ক্লাব বিশ্বকাপ শুরুর ৫ দিন আগেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে হতে পারে অনেককে। জুনের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের উইন্ডো। জাতীয় দলের হয়ে খেলেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে হতে পারে লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের। চ্যাম্পিয়নস লিগের ফাইনালটাও হবে কাছাকাছি সময়ে—৩১ মে। যার অর্থ কিছু খেলোয়াড়কে নিয়মিত মৌসুম শেষ হওয়ার পরও বিশ্রাম ছাড়াই টানা খেলে যেতে হবে।