উপহারের আশায় বাজির বাক্সের উপর বসলেন যুবক, শেষে ভাঙল না ঘুম

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩১

এই দিওয়ালিতে দেদার বাজি পোড়ানো হয়েছে দেশজুড়ে। কালীপুজো, দীপাবলির পর সে সব ছবি একে একে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। কোথাও অ্যালেক্সা দিয়ে রকেটবাজিতে আগুন ধরাতে দেখা গিয়েছে। আবার কোথাও আইআইটিয়ানরা বাজি দিয়েই শূন্যে উড়িয়েছে ড্রাম। কোথাও আবার বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এমন সব ছবি সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। এ বার বাজি নিয়ে বাজি ধরতে গিয়েই প্রাণ খুইয়ে বসলেন এক ব্যক্তি। তার সিসিটিভি ফুটেজ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) ভাইরাল হলো ইন্টারনেটে।


সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী নাম টুইটার) ‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করা হয়েছে। সেই পোস্টের ক্যাপশন লেখা, ‘ দক্ষিণ বেঙ্গালুরুর কোনানকুন্তের বাসিন্দা ৩২ বছর বয়সী শবরীশ। তাঁর পিছনে বাজি ফাটার কারণে মৃত্যু হয়েছে। তাঁকে বন্ধুরা বলেছিল, জ্বলন্ত বাজির উপর বসতে। এই চ্যালেঞ্জ পূরণ করতে পারলে তাঁকে অটোরিক্সা কিনে দেবে বলেও কথা দিয়েছিলেন বন্ধুরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us