দিওয়ালির পরই ছিল ভাইফোঁটা। এ দিন সবাই ভাইয়ের মঙ্গল কামনায় তাঁদের কপালে ফোঁটা দিয়েছেন। এই দিনেই ভাই-বোনের সম্পর্ক ফের একবার চাঙ্গা করে নেন সকলে। মূলত ভাইয়ের কপালেই দিদি-বোনেরা ফোঁটা দিয়ে থাকেন। কেউ কেউ আবার দাদুদের কপালেও ফোঁটা দেন। আবার বাড়ির পোষ্যকে ভাই বা দাদা মনে করে ফোঁটা দিতেও দেখা যায় অনেককে। এ বার অনেকটা তেমনই দেখা গেল এক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে। ভাইফোঁটা উপলক্ষে নিজের পোষ্য কাঠবেড়ালি ‘গিলল্ু’কেই ফোঁটা দিলেন এক যুবতী। সেই ভিডিয়ো মন জিতে নিল নেটিজ়েনদের।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ‘ওহ মাই স্ক্যুইরেল’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘ভাই দুজ স্পেশাল এডিশন...আমাকে আমার থেকেই বাঁচানোর জন্য ধন্যবাদ।’ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভাইফোঁটার থালি নিয়ে একটি কাঠবেড়ালির সামনে ঘোরাচ্ছেন এক যুবতী। তার কপালে ফোঁটাও দেন। এ দিকে চঞ্চল মন নিয়ে গোটা কাণ্ড দেখতে থাকে কাঠবিড়ালিটি।