কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। তার বিরুদ্ধে রয়েছে ৭১টা ফৌজদারি মামলা। এর মধ্যে চারটি সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-র অধীনে। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার খুনেও অভিযোগের তির লরেন্স বিষ্ণোইয়ের দিকেই। এ দিকে সদ্য মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকির খুনের সঙ্গেও নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। সিদ্দিকি খুনের দায়ও স্বীকার করেছে এই বিষ্ণোই গ্যাং। আর এই বিষ্ণোই গ্যাংয়ের মাথাই হলো লরেন্স বিষ্ণোই। বর্তমানে জেলে থাকলেও বাইরে বহুল চর্চিত সে। এ বার এই কুখ্যাত গ্যাংস্টারের ছবি প্রিন্ট করা টি-শার্ট বিক্রি করতে দেখা গেল একাধিক ই-কমার্স সংস্থাকে।
সম্প্রতি বেঙ্গালুরু ভিত্তিক একটি ই-কমার্স সংস্থায় লরেন্স বিষ্ণোইয়ের ছবি ছাপা টি-শার্ট বিক্রি করতে দেখা গেল। সে খবর সামনে আসতেই হইচই পড়ে যায়। এমনকী এই টি-শার্টগুলি ছোটদের জন্যও মিলছে। আর সেই বিষয়টিই খুব উদ্বেগজনক। ই-কমার্স সংস্থাগুলির এই পদক্ষেপ প্রথম গোচরে আনেন আলিশান জাফরি। আর এহেন অবস্থাকে ভারতের অনলাইন মৌলবাদীকরণের উদ্বেগজনক উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।