বিজেপিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর প্রশ্ন: ‘হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হলো’

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ১৪:১০

ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকে উৎসাহিত করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির প্রতি পাল্টা অভিযোগ তুলেছেন জেএমএমের নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।


গত রোববার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করতে চাপ দিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


সোরেন ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহেরও সমালোচনা করেন বলে জানিয়েছেন আমাদের নয়াদিল্লি সংবাদদাতা।


গাড়োয়ার রাঙ্কায় এক সমাবেশে বিজেপির অনুপ্রবেশের দাবিকে চ্যালেঞ্জ এবং ভারতে হাসিনার অবতরণের ব্যাখ্যা দাবি করে সোরেন বলেন, 'আমি জানতে চাই যে, বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া আছে কি না।'


তিনি বলেন, 'বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমে ভারতে প্রবেশ করে। তারা নিজেরাই বলছে।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us