সম্প্রতি বেশ কিছু উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্পের ঘোষণা দিয়েছে ভারত, যেখানে সর্বমোট ২৭০ কোটি ডলার খরচের অনুমোদন মিলেছে।
এইসব পরিকল্পনার মধ্যে রয়েছে ভারতের ঐতিহাসিক চন্দ্র মিশনের পরবর্তী পর্যায়, বুধ গ্রহে একটি অরবিটার পাঠানো, দেশের প্রথম স্পেস স্টেশনের প্রথম পর্যায় নির্মাণ ও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নতুন পুনর্ব্যবহারযোগ্য রকেট নির্মাণ।
ভারতে মহাকাশ প্রকল্পের জন্য বরাদ্দ করা সবচেয়ে বড় বাজেট এটি। তবে, অন্যান্য দেশে এমন সব প্রকল্পের পরিসর ও জটিলতার কথা বিবেচনায় নিলে, এগুলো মোটেও বিলাসবহুল নয়।