অক্টোবরের মত নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, নভেম্বর মাসের শেষ দিকে শীত-শীত ভাব শুরু হতে পারে। তবে পুরোপুরি শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেয় অধিদপ্তর।
গেল অক্টোবরেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের সৃষ্টি হয়েছিল। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ‘দানা’। তবে সেটি বাংলাদেশে আসেনি, আঘাত হেনেছে ভারতের ওড়িশা উপকূলে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেম্বরের যে লঘুচাপের কথা বলা হচ্ছে সেটি মাসের দ্বিতীয় সপ্তাহেই সৃষ্টির সম্ভাবনা রয়েছে।”