কার্তিক মাসের অর্ধেক শেষ। দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে এখনো গরম।
ফেনীতে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
পূর্বাভাস বলছে, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।