ভারতবর্ষজুড়ে রেলপথের প্রায় পুরোটাই স্থাপন করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। উদ্দেশ্য ছিল এ দেশ থেকে আহরিত সামগ্রী ছয়টি বন্দরে পৌঁছানো। তারপর জাহাজে করে নিয়ে যাওয়া।
পত্রিকান্তরে প্রকাশিত খবর হচ্ছে, ১৫ বছর ধরে বাংলাদেশ রেলওয়ে ১০০ পয়সা আয় করতে ২৫৮ পয়সা ব্যয় করেছে।
১৫৮ পয়সা লোকসান গুনেছে। পাশের দেশ ভারতে ৯৮ পয়সা খরচ করে দুই পয়সা লাভ পায়। ওদের রেল বিভাগ লাভ করে। আমাদের বিশেষজ্ঞরা মনে করেন, রেলের দুর্নীতি, টিকিট কালোবাজারি, অনিয়ম, অপরিকল্পিত প্রকল্প নেওয়া হয় বলে বিভাগটির এমন অবস্থা।