দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্রাম-শহরে রেশন ব্যবস্থা চালু, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ বিভিন্ন দাবিতে পক্ষাকালব্যাপী কর্মসূচি শুরু করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত 'শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা'শিরোনামে এ কর্মসূচি চলবে সারাদেশে।
এর অংশ হিসেবে সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগের মত কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, “গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত স্বৈরাচার-ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রদায়িক-সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী বিদেশি শক্তিসহ দেশের ভেতরের বাংলাদেশবিরোধী নানা শক্তি অপতৎপরতা চালাচ্ছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী নানা ঘটনাও ঘটছে।