রিঠার গুণে পরিষ্কার হবে ঘরের মেঝে

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ২২:০১

ব্যস্ততার পরে সবাই চায় নিজের ঘরে বিশ্রাম নিতে। আর ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও থাকে ফুরফুরে। নানা করণে ঘরের মেঝে নোংরা হতে পারে। সাধারণত রান্নাঘর বা ঘরের মেঝে পরিষ্কার করার জন্য লিক্যুইড সাবানই বেছে নেন সবাই।

তবে বাড়ি-ঘর পরিষ্কার রাখতে পারেন প্রকৃতিক উপায়েও। সেটা কীভাবে চলুন জেনে নিই। 


রিঠার কথা অনেকেরই জানা। প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা। এটি আবার চুলের যত্নেও অনেকে ব্যবহার করেন। তবে ঘরও যে পরিষ্কার করা যেতে পারে তা অনেকেই জানেন না।


যেভাবে তৈরি করবেন রিঠার তরল সাবান


প্রথমে গরম পানিতে ৪০টার মতো রিঠা ফল ভিজিয়ে রাখুন। রিঠার খোসা নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে নিন। এর পর বীজগুলো তুলে ফেলে দিন। এরপর বাকি মিশ্রণটা ফুটিয়ে তৈরি করে ফেলুন রিঠার তরল সাবান।


যেভাবে ঘর পরিষ্কার করবেন


ঘর মোছার পানিতে রিঠার তরল সাবানের পাশাপাশি অল্প ভিনিগার, লবণ ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন এবং মেঝে মুছে ফেলুন। এটা মেঝেতে থাকা দাগ-ময়লা উঠতে সাহায্য করবে। পাশাপাশি ব্যাকটেরিয়াও দূর করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us