মহাকাশে চীনের সর্বকনিষ্ঠ নারী নভোচারী

দেশ রূপান্তর প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৭

ছয় ঘণ্টার বেশি দীর্ঘ এক সফর শেষে তিন নভোচারী নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছে চীনা এক মহাকাশযান, যার মধ্যে রয়েছেন দেশটির প্রথম নারী মহাকাশ প্রকৌশলীও। নভোচারীরা নিজেদের তৈরি একটি মহাকাশ স্টেশনকে ছয় মাসের জন্য নিজস্ব ঘাঁটি হিসেবে ব্যবহার করবে। যেখানে তারা বিভিন্ন পরীক্ষা ও স্পেসওয়াক পরিচালনা করবেন। বেইজিংয়ের লক্ষ্য, এ মিশনের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা সঞ্চয় করে পরে ২০৩০ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর মিশন সঞ্চালন করা।


শেনঝু ১৯-এর এই উৎক্ষেপণকে বড় সাফল্য বলে ঘোষণা করেছে বেইজিং। এ বছর মহাকাশ অন্বেষণের লক্ষ্যে চীনের পরিকল্পিত ১০০টি উৎক্ষেপণের একটি এটি, যেখানে নতুন রেকর্ড গড়ে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। মিশনটির কমান্ডারের নাম কাই জুজে, যার সঙ্গে আছেন সং লিংডং এবং ওয়াং হাওজে নামের আরও দুই নভোচারী। এর মধ্যে সং লিংডং চীনের সর্বকনিষ্ঠ নারী নভোচারী হিসেবে মহাকাশে পা রাখলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us