ট্রেজারি বিলের সুদের হার আরও বেড়ে বাণিজ্যিক ব্যাংকের আমানত এমনকি সঞ্চয়পত্রের সুদহারকে ছাড়িয়ে গেছে।
গত ২১ অক্টোবর ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ধরা হয়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ,যেটি সেপ্টেম্বরের তুলনায় ০ দশমিক ১৬ শতাংশ বেশি।
১৮২ দিনের বিলের সুদের হার আরও একটু বেড়ে হয়েছে ১১ দশমিক ৯০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ১১ দশমিক ৮০ শতাংশ।
একই দিনে ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদের হার ছিল ১১ দশমিক ৯৯ শতাংশ, সেপ্টেম্বরের তুলনায় এটি ০ দশমিক ০৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতবছরের একই সময়ে এসব ট্রেজারি বিলের সুদের হার ছিল ৯ দশমিক ২৫ শতাংশ থেকে ৯ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ২ দশমিক ২৫ শতাংশ থেকে ২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বেড়েছে।