উত্তর গাজা ও লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকার মঙ্গলবার (২৯ অক্টোবর) কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৩২ জন মারা গেছে যুদ্ধপীড়িত উত্তর গাজায়।
বিভিন্ন সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এই তথ্য দিয়েছে।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।