মাঝরাতে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকা হঠাৎ ধোঁয়ায় ছেয়ে যাওয়ার কূল কিনারা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হয়নি; এলাকাবাসীর কৌতুহলও যে কারণে মেটেনি।
স্থানীয়রা নিজে থেকে যেমন গন্ধযুক্ত এ ধোঁয়ার কারণ জানার চেষ্টা করেছেন, তেমনি ফায়ার সার্ভিস ও পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থাও নিজেদের সোর্সে এটির উৎস বের করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
এতে করে সোমবার মধ্যরাতে চাঞ্চল্য তৈরি করা ধোঁয়ার এ ঘটনার সূত্রপাতের বিষয়টি দীর্ঘ সময় পরও অন্ধকারে থেকে গেল।