হজে ন্যূনতম খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা, কোন প্যাকেজে কী সুবিধা

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১৬:২৯

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্যাকেট ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।


ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ (২০২৫ সালের ৫ জুন) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।


সরকারি মাধ্যমের দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ–১–এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ–২–এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।


এ ছাড়া বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৮৩, ১৫৬ টাকা।


তবে বেসরকারি এজেন্সিগুলো সাধারণ হজ প্যাকেজ গ্রহণের পর একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।


সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ–১–এর বৈশিষ্ট্য:



  • মক্কায় হারাম শরিফের বহিচত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফ যাতায়াতে বানের ব্যবস্থা

  • মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন

  • মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা

  • মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত

  • মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন

  • অ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন

  • বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা

  • মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান

  • ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা

  • প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কোরবানি) বাবদ ৭৫০ (সাত শ পঞ্চাশ) সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে


সরকারি মাধ্যমের হজ প্যাকেজ আপগ্রেডেশন


অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি/হোটেলে ২,৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।


সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-২–এর বৈশিষ্ট্য



  • মক্কায় হারাম শরিফের বহিচত্বর থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন

  • মদিনায় মার্কাজিমা (সেন্ট্রাল এরিয়া) এলাকার আবাসন

  • মিনায় ইয়েলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা

  • মক্কার হোটেল/বাড়ি থেকে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা ট্রেন যোগে যাতায়াত

  • অ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন

  • বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা

  • মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান

  • ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা

  • প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং (কোরবানি) বাবদ ৭৫০ (সাত শ পঞ্চাশ) সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us