রেলের মন্ত্রী ও সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের টেলিফোনে বা মৌখিক নির্দেশে ট্রেনের টিকিট বরাদ্দ রাখার সুবিধা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।
রেলের কর্মকর্তাদের জন্য স্টেশনভিত্তিক টিকিট ধরে রাখা হয়। সাধারণত রেলওয়ের উচ্চপর্যায়ের
কর্মকর্তারা এসব টিকিটের সুবিধা নিয়ে থাকেন। আবার অনেকেই ফোনে অনুরোধ করে টিকিট কাটিয়ে নেন। তবে এসব সুবিধা আর থাকবে না বলে তিনি জানান।
ট্রেন থেকে মৌখিকভাবে টিকিট বন্ধ করা রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রেলে অনেকেই কর্মকর্তা আছেন যারা এখানে কাজ করেন। তারা টিকিট নেন। কিন্তু এটা কারও ব্যক্তিগত সম্পত্তি না। এটা জনগণের সম্পত্তি। রেলের সচিব, মন্ত্রীর জরুরি কাজ আছে বলে অন্যদের নাই এমনতো না— এটা এখন থেকে বন্ধ থাকবে।’