জেন-জিদের অনেকেই এখন পূর্ণবয়স্ক তরুণ-তরুণী। অনেকেই পড়াশোনা শেষে যুক্ত হয়েছেন কর্মক্ষেত্রে। কেউ কেউ আবার শুরু করেছেন সংসারজীবন। তবে অনেকেই এখনো অবিবাহিত, কেউ কেউ প্রেম করছেন, কেউবা মনের মতো সঙ্গী খুঁজছেন। কেমন জীবনসঙ্গী চান তাঁরা? কজন জেন–জির সঙ্গে কথা বলে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছি আমরা।
এত ঝামেলার কী দরকার?
নাম প্রকাশ না করার শর্তে এক জেন–জি তরুণ সম্পর্কের প্রায় এক ডজনের বেশি নতুন ধরনের কথা জানালেন। সিচুয়েশনশিপ, ব্রেড ক্রাম্বিং, বেঞ্চিং, কাফিং, গোস্টিং, জম্বিং, ড্রাই ডেটিং, ফ্লি-বেগিং, কুশনিং, রিজ, পকেটিং ছাড়াও আরও কত কি! এসব বিষয়ে জ্যেষ্ঠ জেন-জি, অর্থাৎ ২৫, ২৬, ২৭ বছর বয়সী যতজনকে জিজ্ঞাসা করা হলো, সবার উত্তরই এক, এত ঝামেলার কী দরকার? বিশ্ববিদ্যালয়পড়ুয়া একজন বললেন, ‘সাধারণত ২২–২৩ বছরের কম বয়সীরা এ ধরনের সম্পর্কে বেশি অভ্যস্ত বা চর্চা করছেন। বয়স বাড়ার সঙ্গে অনেকেই বুঝতে পারেন, যা করছেন, তা ঠিক নয়। কিন্তু বুঝতে বুঝতেই দেরি হয়ে যায়। হযবরল সম্পর্ক থেকে বেরিয়ে এলেও মানসিক ক্ষত থেকে যায়। সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়।’