হাসিনার ‘মনস্টার’ হয়ে ওঠা, ফারুকীর ব্যাখ্যা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ২৩:০৮

সদ্যক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও ফাঁস হয়েছে। যদিও প্রথমবার ফাঁস হওয়া অডিও নিয়ে যতটা তোলপাড় সৃষ্টি হয়েছিল, এবার ততটা হয়নি। তবে এই অডিওতে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে মন্তব্য করেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী।


সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। নিজের প্রযোজনা সংস্থা ছবিয়ালের ২৫ বছর পূর্তি উদযাপন শেষে আবারও তিনি কথা বলতে শুরু করেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘জামায়াতকে যে রকম ৭১’ প্রশ্ন ডিল করতে হইছিলো, এমনকি এখনও হচ্ছে, আওয়ামী লীগকেও ২৪’ এবং তার আগের ১৬ বছরের প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে, ততোই তাদের এবং দেশের মঙ্গল।’


হাসিনার ‘মনস্টার’ বা দানব হয়ে ওঠা প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘আপনি ভাব করবেন জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশবাহিনী ধ্বংস করে দেন নাই, এমন কি সেনাবাহিনীর ভিতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এত এত প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’ ফারুকী লিখেছেন, ‘ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও তার পাশে নাই দেখে বুঝলাম, কীভাবে সে মনস্টার হয়ে উঠলো।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us