আমরা সবাই চাই আমাদের দেখতে সুন্দর লাগুক। মেয়েরা এক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে। নিজের ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনের জন্য তারা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে। কিন্তু অনেক নকল পণ্যে বাজার সয়লাব। এতসব পণ্যের ভিড়ে আসল পণ্যটি চিনে কেনা মুশকিল। এ ধরনের প্রসাধনী যে কেবল আর্থিক ক্ষতিরই কারণ তা তো নয়, বরং ত্বকের ক্ষতি করে সবচেয়ে বেশি। তাই নকল প্রসাধনী চিনতে পারা জরুরি। আপনিও নকল প্রসাধনী কিনে ঠকে যাচ্ছেন না তো? চলুন জেনে নেওয়া যাক চেনার উপায়-
মূল্য খেয়াল করুন
বিখ্যাত ব্র্যান্ডগুলো সাধারণত ব্যয়বহুল হয়। সাধারণত আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডগুলোর দেশীয় পণ্যের চেয়ে বেশি মূল্য থাকে। তাই আপনি যদি এই জাতীয় ব্র্যান্ডের প্রসাধনী কেনার সময় মূল্য তুলনামূলক অনেক কম দেখতে পাবেন তাহলে নিশ্চিন্ত মনে কিনে ফেলবেন না। বরং বুঝে নিতে হবে এটি একটি নকল পণ্য। দাম বেশি হলেই যে তা সব সময় আসল হবে এমনও কোনো নিশ্চয়তা নেই। তবে দাম অনেক কম হলে তখন তা নকল বলে ধরে নিতে হবে। কারণ আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রসাধনী এত কম দামে বিক্রয় করা সম্ভব নয়।