শুক্রবার থেকে পাকিস্তানের ৪৩ হলে শাকিবের সিনেমা

প্রথম আলো প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৪

গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের ‘তুফান’। শুধু দেশে নয়, দেশের বাইরেও ছবিটি বেশ সাড়া ফেলে। আলোচিত এই ছবি এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, কদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে তেমনটাই জানিয়েছে। নতুন খবর হচ্ছে, ছবিটি দেশটির ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহের অন্তত ১১৩টি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘তুফান’।


বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে আলফা আই প্রযোজিত ‘তুফান’ মুক্তি পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে। ‘তুফান’ নিয়ে আগে থেকেই আগ্রহী ছিলেন পাকিস্তানের দর্শকেরা। বাংলাদেশে ‘তুফান’ মুক্তির সময় থেকেই পাকিস্তানি জনপ্রিয় ইউটিউবারদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। এমনকি ‘তুফান’-এর ট্রেলার, গান নিয়ে উর্দুতে বহু রিভিউও দেখা গেছে। এবার বড় পর্দায় দেশটির সাধারণ দর্শকেরা আলোচিত এই বাংলা ছবি দেখার সুযোগ পাচ্ছেন।


প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বাংলা ভাষায় নয়, ছবিটি পাকিস্তানে দেখা যাবে উর্দুতে। ফেসবুকে উর্দু ট্রেলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় বলেও জানা গেছে। এরই মধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খান ছাড়া অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us