সিন্ডিকেটের কারণে প্লেব্যাকে অনেকেই সুযোগ পান না—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার প্লেব্যাকে সিন্ডিকেট নিয়ে নিজের হতাশার কথা বললেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। অনেক সময় রেকর্ডিং হলেও পরবর্তী সময়ে সেই গানে অন্য কাউকে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।
গত শুক্রবার এস এম কাইয়ুমের ‘অন্তর্বর্তী’ সিনেমার ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের গানে কণ্ঠ দেন ফাহমিদা নবী। এস এম কাইয়ুমের লেখা ও রাহুল কুমার দত্তের সুর করা গানটির সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। নতুন এই গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘ত্রিভুজ সম্পর্কের গল্প দেখা যাবে অন্তর্বর্তীতে। গল্পের একপর্যায়ে প্রত্যেকেই একেকভাবে শূন্যতায় চলে যায়। তাদের সবার মনের অবস্থার কথাই ফুটে উঠবে গানটিতে।’
নিয়মিত মৌলিক গান প্রকাশ করেন ফাহমিদা নবী, তবে সিনেমার গানে অনিয়মিত। ২০০৭ সালে ‘আহা’ সিনেমার ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও প্লেব্যাকে নিয়মিত দেখা মেলেনি তাঁর। ফাহমিদা নবী জানালেন, অন্তর্বর্তীর মাধ্যমে দুই বছর পর কোনো সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। সবশেষ ২০২২ সালে ‘চাদর’ সিনেমার জন্য গেয়েছিলেন।