রোজকার চুরি, ছিনতাই, ডাকাতি এবং হতাহতের ঘটনায় অতিষ্ঠ হয়ে ঢাকার মোহাম্মদপুরে একদল মানুষ থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছে।
এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে থানায় অবস্থানের ঘোষণাও দেওয়া হয়েছে।
শনিবার বিকেল পাঁচটার দিকে ৬০ জনের মতো একটি দল থানায় গিয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে পাঁচ দফা দাবি জানান।
পুলিশের কাছে দাবি উত্থাপনকারীদের একজন পারভেজ হাসান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ অগাস্টের পর পুলিশের নিষ্ক্রিয়তার কারণে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চেয়ে মোহাম্মদপুর থানায় গিয়ে এডিসি ও ওসির কাছে আমাদের দাবির কথা তুলে ধরেছি।”