ভারতে উড়িষ্যা উপকূলে বুধবার রাতে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সেই ঝড়ের দাপট চলে।
'দানা'-র দাপটে তছনছ হয়ে গেছে উড়িষ্যা উপকূল। গাছ উপড়ে গেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। চলছে তুমুল ঝড়বৃষ্টি। ওদিকে, পশ্চিমবঙ্গে দানায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় ‘দানা’য় ক্ষয়ক্ষতির শঙ্কায় ছিল উড়িষ্য এবং পশ্চিমবঙ্গ। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব দুই রাজ্যের একাধিক অঞ্চলে পড়েছে।