দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে আছে অসংখ্য হিট ছবি। এ রকমই এক ছবি হলো ‘৭ খুন মাফ’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবির এক চুম্বন দৃশ্য নিয়ে প্রিয়াঙ্কাকে রীতিমতো কটাক্ষ করেছেন অভিনেতা আন্নু কাপুর।
২০১১ সালে মুক্তি পেয়েছিল বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি ‘৭ খুন মাফ’। রহস্য-রোমাঞ্চধর্মী এ ছবির গল্প প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে বোনা হয়েছিল। বিশালের এই ছবি দর্শক পছন্দ করেছিলেন। প্রিয়াঙ্কা ছাড়া এই ছবির মূল চরিত্রে একাধিক বলিউড অভিনেতাকে দেখা গিয়েছিল। ‘৭ খুন মাফ’ ছবিতে নাসিরুদ্দিন শাহ, ইরফান খান, জন আব্রাহাম, ঊষা উথুপ, নীল নীতিন মুকেশ, আন্নু কাপুর, ভিভিয়ান শাহকে দেখা গিয়েছিল। এই ছবিতে প্রিয়াঙ্কা একাধিক সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে চর্চায় উঠে এসেছিলেন।
‘৭ খুন মাফ’ মুক্তির পর আন্নু কাপুরের সঙ্গে প্রিয়াঙ্কার এক চুম্বন দৃশ্য নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছিল। এই ছবি মুক্তির দীর্ঘ ১৩ বছর পর এক সাক্ষাৎকারে আন্নু কাপুর সেই বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। আন্নু কাপুর এই সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রিয়াঙ্কা তাঁকে চুম্বন দিতে আপত্তি জানিয়েছিলেন।