সরকারের সুতার টান অন্য কোথাও থেকে আসছে কি না জনগণ জানতে চায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৮:১৮

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সুতার টান পুতুল নাচের মতো অন্য কোথাও থেকে আসছে কি না সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


তিনি বলেন, আমরা যেন এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছি। জনগণ যেন একটা প্যারাডক্সের মধ্যে আছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, আমরা শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী (হাসান মাহমুদ) গ্রেপ্তার হয়েছেন, তার কয়েকদিন পর শুনলাম তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘুরাফেরা করছেন। আবার শুনলাম তথ্য প্রতিমন্ত্রী গ্রেপ্তার। এর দুই তিন দিন পরে শুনলাম তিনি গ্রেপ্তার হননি। জনগণের সঙ্গে এই প্রতারণা ও লুকোচুরি কীসের জন্য? এটা তো জনগণ জানতে চায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us