বিজ্ঞানীদের দাবি, চাঁদের সবচেয়ে বড় ও পুরনো গর্ত, যা ‘সাউথ পোল-এইটকেন (এসপিএ)’ বেসিন নামে পরিচিত, এর বয়স চারশ ৩২ বছর।
পৃথিবী থেকে আমরা সবসময় চাঁদের যে পাশটি দেখি, বিশাল এই গর্তটি তার উল্টা পাশে অবস্থিত। আর এর ব্যাপ্তি দুই হাজার কিলোমিটারের বেশি। এটি সম্ভবত বড় কোনো গ্রহাণু আছড়ে পড়ায় তৈরি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
সাম্প্রতিক এই গবেষণাটিতে চাঁদের প্রাথমিক ইতিহাসের দিকে আলোকপাত করেছেন বিজ্ঞানীরা, যেখানে এর পৃষ্ঠে বিভিন্ন গর্তের আকৃতি কীভাবে তৈরি হল, সে বিষয়ে নতুন তথ্য মিলেছে।