১. সঙ্গীকে ‘ফর গ্র্যান্টেড’ হিসেবে নেওয়া
অনেক নারীই অভিযোগ করেন যে তাঁর জীবনসঙ্গী প্রেমিক হিসেবে দুর্দান্ত ছিল। অথচ বিয়ের পর বদলে গেছে। এখন সম্পর্কে তিনি আর আগের মতো উৎসাহী নন। সঙ্গীর খেয়াল রাখা, তাঁর প্রশংসা করা, তাঁর সঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে গেছে। অনেক পুরুষের মধ্যে সঙ্গীকে বিয়ের পর ‘ফর গ্র্যান্টেড’ হিসেবে নেওয়ার বা হালকাভাবে মূল্যায়ন করার একটা প্রবণতা তৈরি হয়। অনেক বিয়ের সম্পর্কে আবার সময়ের সঙ্গে ‘স্পার্ক’ কমে আসে বা টানটা শিথিল হয়ে যায়। তখন দাম্পত্যজীবনে একধরনের অভ্যস্ততা আর উদাসীনতা তৈরি হতে পারে। অথচ বিয়ের সম্পর্কটা এমন যে সেখানে প্রতিদিন ‘পারফর্ম’ করতে হয়। নতুন করে সম্পর্ককে জাগিয়ে তুলতে হয়। এ জন্য দুজনকে নিয়ম করে মানসম্পন্ন সময় কাটানো, নতুন নতুন রঙিন স্মৃতি তৈরি করার কোনো বিকল্প নেই।