রাজনৈতিক অনিশ্চয়তার ধস নেমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতির ক্ষেত্রে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণের প্রতিশ্রুতি কমিয়েছে ৯৯ শতাংশের বেশি। একইসঙ্গে আগের অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের কম অর্থছাড় হয়েছে।
অর্থছাড় এবং প্রতিশ্রুতিতে নেতিবাচক হলেও বেড়েছে ঋণ পরিশোধের পরিমাণ। জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের হিসাব প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সোমবার বৈদেশিক অর্থায়নের এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে যত বিদেশি ঋণ এসেছে, পরিশোধ করতে হয়েছে তার চেয়ে বেশি।