মিয়ানমারে মিলিশিয়াদের প্রতিরোধ আরো জোরদার

বণিক বার্তা প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ১২:৫৯

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন আঞ্চলিক মিলিশিয়াগুলোর প্রতিরোধ ক্রমে জোরদার হয়ে উঠছে। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ), কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও ম্যান্ডালেভিত্তিক পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) একযোগে জান্তা ঘাঁটিগুলোয় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে প্রায়ই বিভিন্ন কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার চীন সীমান্তের কাছাকাছি কানপিকেটি এলাকায় জান্তা সমর্থিত বাহিনীর ওপর হামলা চালায় কেআইএ। ওই হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিএফের একটি ব্যাটালিয়নের সদর দপ্তরসহ সংশ্লিষ্ট এলাকা দখল করে নেয় তারা। এলাকাটি চীনের সঙ্গে বাণিজ্য রুট হওয়ায় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। দখলে নেয়ার পর রুটটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেআইএ।


কেআইএ মুখপাত্র কর্নেল নও বু স্থানীয় সংবাদমাধ্যম দি ইরাওয়াদ্দিকে বলেন, ‘কেআইএর এ আক্রমণ কাচিন স্টেট স্পেশাল রিজিয়নে তাদের নিয়ন্ত্রণ জোরদার করেছে। তবে যুদ্ধের অগ্রগতি বিষয়ে আমার কাছে এ মুহূর্তে দেয়ার মতো কোনো তথ্য নেই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us