মেটার জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী জীবন গ্যাওয়ালি জানিয়েছেন, আসন্ন মার্কিন নির্বাচন সামনে রেখে কমলা হ্যারিসবিরোধী পোস্ট প্রচারে স্বয়ংক্রিয়ভাবে বাধা দিচ্ছে ফেসবুক। ডেমোক্র্যাটদের সাহায্য করার জন্য বিভিন্ন ব্যক্তির পোস্টও নিয়ন্ত্রণ করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের অনুসন্ধানী সাংবাদিক জেমস ও’কিফের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
গোপন ক্যমেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, জীবন গ্যাওয়ালি রেস্তোরাঁয় একজন নারীর সঙ্গে গল্প করছেন। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানান, মেটার অ্যালগরিদম ফেসবুক ব্যবহারকারীদের অবহিত না করেই নির্দিষ্ট রাজনৈতিক পোস্টের উপস্থিতি কমিয়ে দেয়; অর্থাৎ কেউ যদি পোস্ট করেন, ‘প্রেসিডেন্ট হওয়ার জন্য কমলা অযোগ্য, কারণ তার সন্তান নেই’ বা অন্য কোনো খারাপ মন্তব্য করেন, তবে পোস্টটির প্রচার স্বয়ংক্রিয়ভাবে বাধাপ্রাপ্ত করে দেয় মেটা। বিষয়টিকে ছদ্মবেশী নিষেধাজ্ঞা বা শ্যাডোব্যানিং হিসেবে আখ্যা দেন তিনি।