চলতি বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়ে ৩১ কোটি ৬১ লাখ ইউনিটে পৌঁছেছে। এদিকে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩০ কোটি ৩৯ লাখ ইউনিট। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইডিসির তথ্যানুযায়ী, এ নিয়ে টানা পাঁচটি প্রান্তিকে স্মার্টফোন বিক্রির প্রতিবেদন ইতিবাচক রয়েছে এবং বছরের দ্বিতীয়ার্ধও শুরু হয়েছে একটি ভালো ফল দিয়ে। ওয়াল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার শীর্ষক প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এ বিষয়ে আইডিসির জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক উইল ওং বলছেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভিভো, অপো, শাওমি, লেনোভো ও হুয়াওয়ের মতো চীনা কোম্পানিগুলোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি স্মার্টফোনের বাজারকে শক্তিশালী রাখতে সাহায্য করেছে।’ তবে প্রবৃদ্ধি সব কোম্পানির ক্ষেত্রে সমান নয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কোম্পানি উচ্চ উৎপাদন খরচের সম্মুখীন হয়েছে, আবার অন্যরা দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো উদীয়মান বাজারে সুবিধাজনক বিনিময় হার থেকে উপকৃত হয়েছে।’