শ্রমিক সুরক্ষায় পাকিস্তানের সঙ্গে লিভাইসের চুক্তি, বাংলাদেশে কেন নয়

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১৬:৫০

পাকিস্তানের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লিভাই’স স্ট্রস। বিশ্বজুড়ে, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন দ্য ক্লিন ক্লথস ক্যাম্পেইন নেটওয়ার্কের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গেও লিভাই’সকে একই ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দ্য ক্লিন ক্লথস ক্যাম্পেইন। 


বাংলাদেশে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজারের বেশি গার্মেন্টস শ্রমিক নিহত হন। সেই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয় এবং একপর্যায়ে ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি’ চুক্তি স্বাক্ষর করতে ফ্যাশন ব্র্যান্ডগুলোকে বাধ্যবাধকতা দেওয়া হয়। 


এই চুক্তি নিশ্চিত করে যে, এতে স্বাক্ষর করা পোশাক ব্র্যান্ডগুলোর সরবরাহকারী দেশগুলোর কারখানাগুলো পরিদর্শন করবে এবং চিহ্নিত নিরাপত্তা ঝুঁকিগুলো সমাধানের ব্যাপারে উদ্যোগ নেবে। ২০২৩ সাল থেকে পাকিস্তানে এই অ্যাকর্ড নিয়ে কাজ শুরু হয়। লিভাই’স এই অ্যাকর্ডে স্বাক্ষরের মাধ্যমে বাধ্যবাধকতামূলকভাবে পাকিস্তানে তাদের সরবরাহকারী গার্মেন্টসগুলো পরিদর্শন এবং কঠোর প্রতিকারমূলক কর্মসূচি, পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং কর্মী প্রশিক্ষণ নিশ্চিত করবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us