সৈকতে ‘রহস্যময়’ কালো বল

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৭

সমুদ্র থেকে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে শত শত কালো রঙের বল। ছড়িয়ে পড়ে আছে অস্ট্রেলিয়ার সিডনির কুজি বিচের সৈকতজুড়ে। সেগুলোর কোনোটির আকার গল্ফ বলের মতো, কোনোটি ক্রিকেট বলের সমান।


দেখে মনে হয় বলগুলো ঘন আলকাতরা দিয়ে তৈরি। কোথা থেকে সেগুলো সমুদ্রে এল, বুঝতে পারছে না স্থানীয় কর্তৃপক্ষ। বলগুলোর কারণে আপাতত সৈকতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় মেয়র ডিলান পারকার জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল থেকে রহস্যময় বলগুলো কুজি সৈকতে ভেসে আসতে শুরু করে। তারপর আসতেই থাকে, আসতেই থাকে। বলগুলো আসলে কী হতে পারে, কোথা থেকেই বা সেগুলো আসছে, তা খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে সৈকত কর্তৃপক্ষ। তারা মরিয়া হয়ে বলগুলোর উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। এমনকি সৈকতে উড়ে বেড়ানো গাঙচিলগুলোও ‘অবাক হয়ে’ কালো বলগুলো নেড়েচেড়ে দেখছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us