মুঠোফোন এখন আমাদের জীবনের অংশ। বেখেয়ালে কিংবা সামাজিক অনিরাপত্তার কারণে অনেকেই আমরা মুঠোফোন হারিয়ে ফেলি। এতে দুশ্চিন্তা ভর করাই স্বাভাবিক। ছবি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যই যে থাকে এই যন্ত্রে। হুট করে মুঠোফোন হারিয়ে গেলে মুঠোফোন নম্বর থেকে শুরু করে বিভিন্ন তথ্য খুঁজে পেতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়।
বাংলাদেশ পুলিশের এআইজি (কমিউনিটি ও বিট পুলিশিং) আফরিদা রুবাই বললেন, ‘মুঠোফোন হারানোর পর দ্রুত থানায় যোগাযোগ করলে আইনি সহায়তা পাওয়া সহজ হয়। মুঠোফোন এখন আমাদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের অন্যতম যন্ত্র। আমরা অনেক পিন কোড মুঠোফোনে সংরক্ষণ করি, বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, যা আমাদের ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম, ই–মেইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। এসব অ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে, যা সাইবার অপরাধীদের জন্য সুযোগ তৈরি করে। মুঠোফোন হারানোর পরপরই থানায় রিপোর্ট করা উচিত, যাতে আইনি সহায়তা দ্রুত পাওয়া যায় এবং হারানো মুঠোফোনের মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত না হয়।’