কর্মক্ষেত্রের সাজসজ্জা কেতাদুরস্ত না হলেও ফুটে ওঠা চাই পেশাদারত্ব। সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন অফিসে পরার জন্য প্রয়োজন বেশ কয়েক সেট পোশাক। পরার পর প্রতিবারই সেগুলো ধুয়ে, শুকিয়ে, ইস্ত্রি করে আবার পরার উপযোগী করে রাখতে হয়। প্রতিদিনের এই ঝামেলা, তার ওপর গরম—সব মিলিয়ে ইচ্ছা থাকলেও হাল ফ্যাশনের নানা নকশা-কাটের পোশাক বেছে নিতে যেন খানিকটা দ্বিধাই হয়।
কিন্তু প্রতিদিনের পোশাকে থাকা চাই নিজস্বতা। আবহাওয়া আর ফ্যাশন, দুটির সমন্বয়ে নিজের মতো করে কর্মক্ষেত্রে পরিধানের জন্য পোশাক বেছে নিতে পারলে ভালো। পরামর্শ দিলেন ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী।