নিত্যপণ্যের দাম বৃদ্ধি ‘মধ্যস্বত্বভোগীর হাতে না’: গবেষণার ফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ২২:৫৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির আলোচনায় বরাবর মধ্যস্বত্বভোগীদের ভূমিকার বিষয়টি নিয়ে প্রাধান্য পেলেও একটি গবেষণায় পাওয়া গেছে উল্টো চিত্র।


ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই পরিচালিত সেই গবেষণার ফলাফল বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদকের ভূমিকাই ‘প্রধান’। মধ্যস্বত্বভোগীদের মুনাফার হার তুলনামূলক কম।


চাল, মুরগি, ডিম, সবজির ব্যাপক মূল্য বৃদ্ধিতে তুমুল আলোচনার মধ্যে বৃহস্পতিবার ঢাকায় সেমিনার করে এই বিষয়টি জানানো হয়।


গবেষণায় দেখানো হয়, নিত্য পণ্য হিসেবে স্বীকৃতি দেশে উৎপাদিত ১৬টি পণ্যের মধ্যে ১৩টিরই উৎপাদনের খরচের তুলনায় একদম খুচরা পর্যায়ে যেতে দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।


চাল, পেঁয়াজ, আদা, আলু, লবণ, মরিচসহ এসব পণ্যে সর্বনিম্ন ১০২ শতাংশ থেকে ৮৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ার তথ্য উঠে এসেছে।


দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে উঠে এসেছে, উৎপাদক বা কৃষক যখন এসব পণ্য বিক্রি করছে, তখনই তারা এসব পণ্যে সর্বনিম্ন ৪৪ শতাংশ থেকে ৪৮০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us