শিক্ষা: এবার ইতিহাস মেরামত, পদ্ধতিতে ‘সংস্কার’ আগামীতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৬

ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সরকার প্রণীত সর্বশেষ শিক্ষাক্রম থেকে সরে এসে অন্তর্বর্তী সরকার অন্যান্য বিষয়ের পাশাপাশি শিক্ষা সংস্কারের কথা বলে এলেও এর সুনির্দিষ্ট রূপরেখা এখনো সামনে আনতে পারেনি।


সরকার আশা করছে, নতুন ‘কারিকুলাম‘ প্রণয়ন নিয়ে ২০২৫ সালে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া সম্ভব হবে।


তবে শিক্ষার্থী-অভিভাবকরা বলছেন, শিক্ষা নিয়ে বারবার কাটাছেঁড়া করলে খাপ খাওয়াতে তাদের অসুবিধা হবে।


আর বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী এবং কার্যকরী কারিকুলাম তৈরি করতে শিক্ষা ব্যবস্থাকে সরকারের আওতা থেকে সরিয়ে একটি কমিশনের মাধ্যমে পরিচালনা করা উচিত।


মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ‘শিক্ষাক্রম-২০২২’ প্রস্তুত করেছিল আওয়ামী লীগ সরকার। সেই আলোকে ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদানও করা হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিও যুক্ত হয় সেই শিক্ষাক্রমে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us