বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সুমদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মঙ্গলবার রাতেই নিম্নচাপে পরিণত হয়েছে।
“এটি ভারতের তামিলনাড়ু হয়ে উপকূল অতিক্রম করবে। সেখানে এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের বড় কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই।”