শিরোনাম পেড়ে আপনার মনে হতেই পারে এটা ফালতু কথা। আপনি চাইলেই তর্জনির এক আঘাতে মাকড়সার জালকে ছিন্নভিন্ন করতে পারেন। এবং সেটা কত সহজেই না করা যায়। সেই বস্তুকে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে শক্ত বস্তু বলে মানবেন কেন?
মানতে হবে, কারণ, এর সূক্ষ্মতা অনুযায়ী বস্তু বা প্রাণী আটকানোর ক্ষমতা।