বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও প্রবৃদ্ধি প্রশ্ন

bonikbarta.com ড. সেলিম জাহান প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৩

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কিছু প্রাক্কলন করা হয়েছে। অতিসম্প্রতি বিশ্বব্যাংক আভাস দিয়েছে যে ২০২৪-২৫ সালের অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশ হতে পারে। এর আগে একই অর্থবছরের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের সংশ্লিষ্ট প্রাক্কলিত সংখ্যা ছিল ৫ দশমিক ১ শতাংশ। এসব উপাত্ত থেকে তিনটি বিষয় খুব স্পষ্ট: এক. প্রাক্কলিত প্রবৃদ্ধি বাংলাদেশের বর্তমান বাস্তবতারই প্রতিফলন। দুই. যদিও দেয় উপাত্তের মধ্যে পার্থক্য আছে, কিন্তু বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক উভয়ই তাদের পূর্ব প্রাক্কলিত উপাত্তকে কমিয়ে নিয়ে এসেছে। তিন. বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন আন্তর্জাতিক দুটি সংস্থা করেছে, কিন্তু বাংলাদেশের কোনো সরকারি সংস্থা এখনো এ-জাতীয় প্রাক্কলন করেনি।


গত অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির বেশকিছু দুর্বলতা বেশ সুস্পষ্ট ছিল এবং উপর্যুক্ত প্রাক্কলনে তা বেরিয়ে এসেছে। যেমন বর্তমান অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংকের আগের প্রাক্কলন ছিল ৬ দশমিক ৬ শতাংশ, যা বর্তমানে ৫ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একইভাবে বিশ্বব্যাংকও তাদের আগের প্রাক্কলিত সংখ্যা ৫ দশমিক ৭ শতাংশকে ৪ দশমিক ১ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি-স্থবিরতার তিনটি দিক আছে—গত চার-পাঁচ বছরের বৈশ্বিক ঘটনাগুলোর প্রভাব; সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনাপ্রবাহ; এবং দেশের বর্তমান অবস্থা। অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রসঙ্গে দুটি পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি—এক. যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি অর্থনৈতিক, তবুও অর্থনীতিবহির্ভূত বিষয়গুলোও সেই প্রবৃদ্ধিকে প্রভাবিত করে। দুই. দেশের প্রবৃদ্ধি আলোচনায় বর্তমান প্রবৃদ্ধিই শুধু গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যৎ প্রবৃদ্ধি সম্ভাবনাও প্রাসঙ্গিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us