ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব বিস্তার লাভ করেছে শহর থেকে গ্রামে। বিশেষ মৌসুমের গণ্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে সারা বছরই। তাই ডেঙ্গুরোগ বিস্তারের সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব ও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। দায়িত্বের পরিধি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তর হয়ে ইউনিট থেকে ব্যক্তিপর্যায় পর্যন্ত বিস্তার লাভ করেছে।
তাই সব অংশীজনই এর অন্তর্ভুক্ত। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিজ নিজ গণ্ডির মধ্যে এ কাজে সম্পৃক্ততা নিশ্চিত করা অতীব জরুরি। ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব নিরূপণ, তার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করার দায়িত্ব প্রথমত আমাদের নিজেদের। নিজের দায়িত্ব পালনের জন্য প্রবল সদিচ্ছা থাকতে হবে। নিজেকে সচেতন নাগরিকের ভূমিকা পালন করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রত্যেক দায়িত্বপূর্ণ ব্যক্তিকে শুধুই সরকারি প্রদত্ত দায়িত্ব পালনের ওপর নির্ভর করলে চলবে না, সম্পৃক্ত করতে হবে নিজের নাগরিক দায়িত্ব পালনে।
তাদের শুধু একটি ব্যবস্থাপনার মধ্যেই ঘুরপাক খেলে চলবে না, নিজেদের মধ্যে শুভবুদ্ধি ও ইচ্ছার প্রকাশ ঘটাতে হবে। সব শ্রেণি-পেশার সেবাপ্রার্থীর অনুপাতে সেবা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সীমাবদ্ধতাকে স্বীকার করেই নিজের কাজে মনোযোগ দিতে হবে।