পাতাঝরা দিনের ফ্যাশনে ডেনিম

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১১:১২

বৈশ্বিক ফ্যাশনে বেশ পাকাপোক্ত স্থান ডেনিমের। শীত ও গরম দুই সময়ের সঙ্গী ডেনিম। এবার ফল কালেকশন হিসেবে জায়গা নিয়েছে ডেনিমের পোশাক। কুর্তা, শার্ট, টপের পাশাপাশি ডেনিমে তৈরি হয়েছে কো-অর্ড ড্রেস।  ডেনিমের নানা ধরনের পোশাক নিয়ে লিখেছেন মোহসীনা লাইজু


ডেনিমের কো-অর্ড সেটের ক্ষেত্রে বিষয়টি আলাদা। একই কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে পোশাকের টপ এবং বটম পার্ট। যা এমন এক স্টাইলের ধারা, যাতে টপের সঙ্গে প্যান্ট মেলাতে মোটেই ভাবতে হয় না। এবার সেই কো-অর্ড সেটে যুক্ত হয়েছে লাইট ডেনিম। গরম ও বৃষ্টির মাঝামাঝি সময়ে পোশাক হিসেবে ডেনিমকে বেছে নিতে পারেন। রিসোর্ট ওয়্যার, লাউঞ্জ ওয়্যার বা বিচ ওয়্যার হিসেবে কো-অর্ডের প্রচলন আগে থেকে থাকলেও, সময়ের সঙ্গে এখন উৎসবের পোশাক হিসেবেও অনেকেই পছন্দ করছেন। গরম ও হালকা শীতের মাঝামাঝি সময়টায় অনেকে বেছে নিচ্ছেন ডেনিমের কো-অর্ড সেট। ডেনিমের হালকা ও গাঢ় দুটো রঙে আছে এই সেট। রেগুলার ওয়্যার কিংবা অফিস ওয়্যার দুটোর জন্যই আদর্শ। কো-অর্ড পোশাক ঢিলেঢালা বা ওভারসাইজ ধরনের হওয়ায় দেখতে যেমন স্মার্ট, তেমন গরমে আরামদায়ক। ডিজাইনার জেবা বখতিয়ার জানান, গরম ও বৃষ্টির কথা মাথায় রেখেই কো-অর্ড সেটে লাইট ডেনিম ফেব্রিকস ব্যবহার হয়েছে। আরামদায়ক ঢিলেঢালা হওয়ায় যে কেউ স্বচ্ছন্দে এই পোশাকটি বেছে নিতে পারেন। নকশা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে মেশিন এমব্রয়ডারি ও ডাই। কো-অর্ড পোশাকের বিশেষত্ব হলো, এর স্টাইলিং নিয়ে তেমন চিন্তা করতে হবে না। কো-অর্ডের সেট একসঙ্গে পরার জন্যই ডিজাইন করা হয়। একই কাপড়ের তৈরি টপ এবং বটম এই হলো কো-অর্ড সেট। এই ধারা যেকোনো পোশাকেই অনুসরণ করা যেতে পারে। একই নকশার তৈরি কামিজ ও পায়জামা, টপ স্কার্ট যেকোনো কিছু দিয়েই হতে পারে কো-অর্ড সেট। টপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিউশনধর্মী কাট রয়েছে। কাপ্তান, ক্রপ টপ, পাঞ্জাবি ধরনের ঢোলা কামিজ, পেপ্লাম ধাঁচের ব্লাউজ, ঢোলা শার্ট ইত্যাদি অনেক কিছুই দেখা যাচ্ছে কো-অর্ড সেটের টপ হিসেবে। আর বটম পার্টে একই কাপড়ের তৈরি ঢোলা প্যান্ট, স্ট্রেট কাটের পায়জামা, হারেম প্যান্ট, প্লাজো, সারারা বা লেহেঙ্গার ব্যবহার করা হচ্ছে। কো-অর্ড সেটের প্যান্ট একদম সোজা কাটের। নেক লাইনে শার্ট প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আপার এবং বটম একইরকম হলে অস্বস্তি লাগতে পারে, তাই বেছে নিতে পারেন নিউট্রাল কালার। সঙ্গে ডেনিমের উপর ছোট ছোট মেশিন এমব্রয়ডারির নকশাও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us