লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং অতিদ্রুত যুদ্ধবিরতি নিশ্চিতের প্রচেষ্টায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ফোনালাপে দুই শীর্ষনেতা দক্ষিণ লেবাননে ইসরাইলের চলমান অভিযান থামানো এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানের সরকারী বার্তা সংস্থা ইরনা।
তেহরানের বিভিন্ন নীতি নিয়ে ফ্রান্সের মতবিরোধ থাকলেও লেবানন প্রসঙ্গ দুদেশকে একসঙ্গে কথা বলার উপলক্ষ্য তৈরি করে দিয়েছে। কারণ লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে বছরের পর বছর ধরে অর্থনৈতিক এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে ইরান।