‘ইয়োর অ্যান্ড্রয়েড হ্যাজ নিউ ফিচারস’—এই শিরোনামে গুগল প্লে সার্ভিসে নোটিফিকেশন দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সুবিধা সম্পর্কে ব্যবহারকারীদের জানাচ্ছে গুগল। আগে এ ধরনের নোটিফিকেশন শুধু পিক্সেল ফোন ব্যবহারকারীরা পেলেও এখন বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা পাচ্ছেন। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই অ্যান্ড্রয়েডে যুক্ত হওয়া নতুন সুবিধা সম্পর্কে জানতে পারছেন।
এই নোটিফিকেশনে ট্যাপ করার পর ফোনের পর্দাজুড়ে একটি ইন্টারফেস চালু হয়। যেখানে নতুন সুবিধাগুলোকে দেখানো হয়। নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি সার্কেল টু সার্চ, গুগল লেন্স ও গুগল ফটোজের বিভিন্ন নতুন সুবিধা সম্পর্কে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
নোটিফিকেশনে ট্যাপ করে সুবিধাগুলোর নমুনা পুরো পর্দাজুড়ে দেখানোর সময় সেগুলো কীভাবে ব্যবহার করতে হবে, তার বর্ণনাও দেখা যায়। ক্যারোসেল মোডে গিয়ে একটি সুবিধা থেকে অন্য সুবিধায় যেতে পারেন ব্যবহারকারীরা। প্রতিটি ক্যারোসেলের ইন্টারফেসে নতুন সুবিধার লিখিত বর্ণনা ছাড়াও দৃশ্যমান নির্দেশনা দেখা যায়। ইন্টারফেসের নিচে ‘হাউ টু গেট স্টার্টেট’ বাটনে ট্যাপ করে নতুন সুবিধা ব্যবহারবিধিও জানা যায়।