জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ শনিবার শামীম মোল্লার বড় ভাই মো. শাহিন আলম আজকের পত্রিকাকে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
শাহিন বলেন, গত বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জন ছাত্র ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেছেন। আদালত মামলা তদন্তের দায়িত্ব আশুলিয়া থানা-পুলিশকে দিয়েছেন।
শাহিন মোল্লা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তিনি যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাঁদের বিরুদ্ধেই মামলা করেছেন তিনি।
মামলার এক নম্বর আসামি প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। এরপর আছেন যথাক্রমে—নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, ৪৯ তম ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহসান লাবিব, একই ব্যাচের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র মো. আতিকুজ্জামান, ৫০ ব্যাচের ইংরেজি বিভাগের মো. মাহামুদুল হাসান রায়হান, একই বিভাগের ৪৯ ব্যাচের হামিদুল্লাহ সালমান, ৪৭ ব্যাচের সিএসি বিভাগের সোহাগ মিয়া, সরকার রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের মো. রাজন মিয়া, একই বিভাগের ৪৫ ব্যাচের মো. রাজু আহাম্মদ, ৫২ ব্যাচের ফার্মেসি বিভাগের সাইফুল সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন।